ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ নারী কল্যাণ মঞ্চের

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ নারী কল্যাণ মঞ্চের

অনুষ্ঠানে বক্তারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১ | ০৯:২৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ | ০৯:৩৭

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নারী কল্যাণ মঞ্চ ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা সম্প্রতি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা  দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী অপহরণ এবং ধর্ষণের চিত্র তুলে ধরেন । 

তারা বলেন, গত ১৪ অক্টোবর হবিগঞ্জের লাখাইয়ে নবম শ্রেনির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে  পার্শ্ববর্তী এক জঙ্গলে ধর্ষণ করা হয় । ভুক্তভোগীর পরিবার তাদের অপ্রাপ্তবয়স্ক মেয়ের ধর্ষণের ব্যাপারে আইনী সহয়তা পাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা করা থেকে বিরত থাকার জন্য নানা রকম হুমকি প্রদান করা হচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।  

বক্তারা আরও বলেন, গত ৩ মাসে দেশে ব্যাপক হারে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে । পরিসংখানে দেখা যায় এই সব ঘটনার বেশির ভাগ ক্ষেত্রে প্রভাবশালী ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা জড়িত। অপরাধীদের অনৈতিক ক্ষমতার প্রভাবে অনেক ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন নিরব থাকছে। যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না।  বিধায় নারী নেত্রীরা উদ্বিগ্ন। 

নারী কল্যাণ মঞ্চ ঢাকা মহানগরী শাখার সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সহ সভাপতি মরিয়ম আক্তার, সাংগঠনিক সম্পাদক হেলেন আফরোজ, প্রচার সম্পাদক রুপা দে এবং দপ্তর সম্পাদক নাসরিন আক্তার সহ প্রমুখ।

আরও পড়ুন

×