বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাইকেল র্যালি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২ | ২১:৫৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ | ২১:৫৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে এ র্যালি শেষ হয় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টদের সঙ্গে নিয়ে এ র্যালি আয়োজন করা হয়।
আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, সচিব মো. মোকাম্মেল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।