প্রতারণা মামলা
রিজেন্টের সাহেদ-মাসুদের বিচার শুরু

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২ | ০৯:১৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ | ০৯:১৯
প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ হোসেনসহ তিনজনের বিচার শুরু হয়েছে। ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী মঙ্গলবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ১৫ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন দেওয়া হয়েছে।
২০২০ সালের ২৪ জুলাই বালু ব্যবসায়ী এসএম শিপন তাদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাস ভঙ্গ, অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়, শিপন আলী ২০১৯ সালের ২৭ অক্টোবর বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ১৯ কোটি ৭৫ লাখ টাকার সিএফটি বালু সরবরাহের অর্ডার করেন। বালুর মূল্য পরিশোধে শিপন আলী পরে তাকে পূবালী ব্যাংকের তিনটি চেক দেন। তবে সবগুলো চেক ব্যাংক থেকে ডিজঅনার হয়।
পরে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি সাহেদ ও মাসুদের কাছে বাদীকে নিয়ে যান শিপন। সেখানে আসামিরা তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। পরে মামলা করেন তিনি।
মামলাটি তদন্ত শেষে ২০২০ সালে ৮ নভেম্বর তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
- বিষয় :
- প্রতারণা
- রিজেন্ট হাসপাতাল
- বিচার শুরু
- সাহেদ