ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দেশের সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরতে হবে: ম. হামিদ

দেশের সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরতে হবে: ম. হামিদ

ডিএরইউর সাগর-রুনি মিলনায়তনে বুধবার সংবাদ সম্মেলনে বক্তব্যে দেন ম. হামিদ - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:০৩ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৩০

শিল্প ও সংলাপের মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরার আহ্বান জানিয়েছেন নাট্যজন ম. হামিদ। তিনি বলেন, 'যদি আমাদের শিল্পকে ঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে এটি বিশ্বের যে কোনো জায়গায় সমাদৃত হতে পারে।'

বুধবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিএরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ম. হামিদ বলেন, মূকাভিনয় বাংলাদেশে নতুন নয়। এটা বহু পুরনো এবং হাজার বছর ধরে এর বিকাশ ঘটেছে। বর্তমানে মূকাভিনয় শিল্প হুমকির মুখে। এই শিল্পগুলোকে টিকিয়ে রাখা ও বিকাশ ঘটানো এবং জাতীয়ভাবে এর ব্যবহার করা উচিত।

বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক কাজী মশহুরুল হুদা বলেন, বাঙালি জাতি হিসেবে জাতীয়তাবাদের ভিত্তিতে মূকাভিনয়ে আমাদের নিজস্বতা রয়েছে। কারণ বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতি একদিনে গড়ে ওঠেনি। হাজার বছরের মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ অঞ্চলের সংস্কৃতি। যেমনভাবে গড়ে উঠেছে ফরাসি, ব্রিটিশ, চায়নিজ ও জাপানিজ সংস্কৃতি।

গবেষণা কেন্দ্রের সম্পাদক ও পরিচালক রিজোয়ান রাজন বলেন, মূকাভিনয়ের বাংলাদেশি রূপ-রীতি নির্মাণ ও প্রয়োগ এবং স্বতঃস্ফূর্ত ও সার্বজনীন শিল্পকলা হিসেবে মূকাভিনয়ের বৈশ্বিক প্রকাশে আমাদের সংস্থা সচেষ্ট রয়েছে।

আরও পড়ুন

×