ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহলের ঘোষণা চীনের 

মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহলের ঘোষণা চীনের 

মিয়ানমারের কারেন রাজ্যে বামার পিপলস লিবারেশন আর্মির (বিপিএলএ) একজন সদস্যের পাহারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ২১:২৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ২১:৩২

মিয়ানমারের সঙ্গে সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের সেনাবাহিনী সশস্ত্র টহল এবং আকাশ ও স্থলে যৌথ মহড়া পরিচালনার ঘোষণা দিয়েছে। সোমবার চীনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষ বৃদ্ধির খবরের মধ্যে এ পদক্ষেপ নিল চীন।

চীনের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, এ টহল মূলত রুইলি, ঝেনকাং এবং অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হবে। মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। ফলে চীনের দিকে কামানের গোলা পড়ে কিছু লোক আহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে। পাশাপাশি চীনের অবকাঠামো প্রকল্পগুলোর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার আর্মি ইউনিটগুলোকে দ্রুত সরানো, বাধা প্রদান ও আক্রমণের সক্ষমতা পরীক্ষা করার জন্য এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

চীনের সেনাবাহিনীর একটি আলাদা বিবৃতিতে জানানো হয়েছে, ২৭-২৯ আগস্ট চীন-মিয়ানমার সীমান্তের চীনা অংশে সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হবে। রুইলির দক্ষিণ, ঝেনকাং কাউন্টি এবং পশ্চিম ইউনান প্রদেশের জেংমা দাই ও ভা স্বায়ত্তশাসিত কাউন্টির আশপাশের এলাকাতে এই মহড়া পরিচালিত হবে।

চীন বলেছে, এই সংঘাত চীন-মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি বলেছেন, মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য চীন নিজের প্রতিশ্রুতি বজায় রাখবে। খবর রয়টার্সের।

আরও পড়ুন

×