ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভুয়া ওয়েবসাইট বানিয়ে প্রতারণা

অ্যামাজনে চাকরি দেওয়ার নামে লাখ–লাখ টাকা হাতিয়ে নিতেন ইশান

অ্যামাজনে চাকরি দেওয়ার নামে লাখ–লাখ টাকা হাতিয়ে নিতেন ইশান

ছবি: পুলিশের সৌজন্যে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ২২:৫৪

নামী প্রতিষ্ঠান অ্যামাজনে চাকরি দেওয়া ও অল্প অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা পাওয়ার প্রলোভন দেখিয়ে লাখ–লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি আন্তর্জাতিক প্রতারক চক্র। ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের সূত্র ধরে চক্রটির এদেশীয় প্রধান জহিরুল ইসলাম ইশানকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার অধীনে চক্রে কাজ করত প্রায় ২০০ জন। প্রাথমিক অনুসন্ধানে তার ৩৭ লাখ টাকা কমিশন পাওয়ার তথ্য মিলেছে।

এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, গ্রেপ্তার যুবক ও তার সহযোগীরা অ্যামাজনের ভুয়া ওয়েবসাইট বানিয়ে কয়েনপ্লাস অ্যাপের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তারা ভুয়া সাইটে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিত। সেসব পণ্যের বিপণন ও প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখাত। এরপর অল্প অর্থ বিনিয়োগ করে বিপুল মুনাফা লাভের কথা বলে টাকা হাতিয়ে নিত।

এটিইউর এই কর্মকর্তা জানান, বিনিয়োগের নাম করে বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে নেওয়া টাকা একটি বিশেষ অ্যাপের মাধ্যমে ডলারে রূপান্তর করে নেওয়া হত। এরপর সেই ডলার কয়েনপ্লাস অ্যাপে যুক্ত করে বিভিন্নজনের বিকাশ–নগদে স্থানান্তর করা হত। শেষ ধাপে টাকা আবার আগের অ্যাপে নিয়ে ডলারে রূপান্তর করে বিদেশে পাঠিয়ে দিত তারা। প্রতারণায় ব্যবহৃত অ্যাপটি একজন বিদেশী নাগরিক নিয়ন্ত্রণ করেন। ইশান ওই বিদেশীর সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করতেন। 

এটিইউ জানায়, গত ১ মার্চ সাব্বির শেখ নামে এক ব্যক্তি ইনফর্ম এটিইউ অ্যাপের মাধ্যমে একটি অভিযোগ করেন। এরপর এটিইউ’র সাইবার ক্রাইম উইং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় মামলা হয়। এটিইউ প্রথমে প্রতারক চক্রের অন্যতম সদস্য ইরিন মেহ্জাবিনকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে ইশানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×