ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইয়াবাসহ ঢাকায় রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

ইয়াবাসহ ঢাকায় রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৪ | ০১:৩৭

রাজধানীর পশ্চিম রামপুরায় এলাকায় ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার ভোরে মো. আব্দুল্লাহ নামে ওই তরুণকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

রাতে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর মিরপুর সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্রেপ্তারের সময় তরুণের কাছে থেকে এক হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকার আব্দুল্লাহপুরগামী সেন্ট মার্টিন পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহ কক্সবাজার জেলার টেকনাফে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আব্দুল্লাহর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিএনসির এই কর্মকর্তা।

আরও পড়ুন

×