ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এমপি আজীম হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার

এমপি আজীম হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার

আনোয়ারুল আজীম আনার- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ১৮:১৩

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতায় খুন করে ১৯ মে দেশে ফেরেন মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজী। এরপর থেকেই তারা পলাতক ছিলেন। বুধবার তাদের ধরতে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টার দিয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে সেখান থেকে এই হত্যাকাণ্ডে জড়িত মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি জানিয়েছে।

অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, তারা দুই আসামিকে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরছেন।

গত ১৩ মে কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজীম। তদন্ত–সংশ্লিষ্টদের ভাষ্য মতে, এই হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন মোস্তাফিজুর ও ফয়সাল। তারা খুনের আগে গত ২ মে কলকাতায় গিয়েছিলেন। এরপর ২১ মে সংসদ সদস্য খুনের ঘটনায় দেশে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান গ্রেপ্তার হলে মোস্তাফিজুর ও ফয়সাল আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন

×