ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নকল ওষুধ বিক্রি, গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নকল ওষুধ বিক্রি, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ২২:৩৬ | আপডেট: ২৩ মে ২০২৫ | ২৩:০৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে রাজু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ফেসবুক পেজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে ওষুধ তৈরি ও বিক্রি করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার বাসায় অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেপ্তার করে ডিবি।

উদ্ধার নকল পণ্যের মধ্যে রয়েছে– ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট নকল ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় নকল ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’, ২৫টি খালি প্লাস্টিকের কৌটা (‘ডায়াকোর্স’ লেখা), ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ৪০টি ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন ও  একটি ডিজিটাল স্কেল। 

আরও পড়ুন

×