ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিএনপি আবারও দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে: কৃষিমন্ত্রী

বিএনপি আবারও দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষক সমাবেশে কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩ | ১২:৫৪ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ | ১৮:৫৫

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আজকে দেশে একটি রাজনৈতিক দল (বিএনপি) উন্মাদনা ও আগুন সন্ত্রাস চালাচ্ছে। নির্বাচন করতে দেবে না, সংবিধান অনুযায়ী দেশ চালাতে দেবে না। তারা বিগত সময়ে যেভাবে আগুন দিয়েছিল, সন্ত্রাস করেছিল তা বর্বরোচিত। আমরা দেখেছি ১৪/১৫ সালে তারা গাড়ি পুড়িয়েছে, রেললাইন তুলেছে, বিদ্যুতের লাইন কেটেছে এবং জীবন্ত মানুষকে গাড়িতে পুড়িয়ে হত্যা করেছে। ২৮ অক্টোবর তারা একই কায়দায় বর্বরোচিতভাবে পুলিশ হত্যা করেছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি উত্তরপাড়া গ্রামে ‘খামারি’ মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই, উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কাটা ও কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে না। দলটির কর্মীদের প্ররোচিত করা হচ্ছে আগুন সন্ত্রাস করার জন্য। সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। এজন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। শান্তিপ্রিয় কোনো বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না। 

‘খামারি’ মোবাইল অ্যাপের কার্যকারিতা দেখে কৃষিমন্ত্রী বলেন, জমিতে কী ধরনের ফসল হবে, কতটুকু সার, বীজ লাগবে- সব তথ্য খামারি অ্যাপে পাওয়া যাবে। এটি ব্যবহার করলে ধান আবাদে সারের পরিমিত ব্যবহার করা যাবে। এতে চাষাবাদে খরচ কমার পাশাপাশি উৎপাদন বাড়বে। 

কৃষি মন্ত্রালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহুল আমিন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক জালাল উদ্দীন, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল আউয়াল প্রমুখ। 

আরও পড়ুন

×