সিনেমার শুটিং করেও বেঁকে বসেন সাকিব, অভিযোগ নির্মাতার

‘সবকিছু পেছনে ফেলে’ সিনেমার শুটিংয়ে সাকিব আল হাসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৭:২৪ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ২০:৫০
বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল। ১২ বছর আগে কক্সবাজারে সেই ছবির শুটিং হয়। কিন্তু পরবর্তীতে সাকিব সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার বলে অভিযোগ করেছেন নির্মাতা রাজিবুল হোসেন।
সমকালকে তিনি বলেন, টানা তিনদিন সাকিবের শুটিং করার কথা ছিল। তিন দিনে সাকিব তার শুটিং শেষও করেন। পরে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে শুটিং করার বিষয়টি অস্বীকার করেন সাকিব।
‘সবকিছু পেছনে ফেলে’ নামের ওই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। পরিচালক রাজিবুল হোসেন কয়েকদিন ধরে ফেসবুকে সিনেমাটি বন্ধের কারণ নিয়ে পোস্ট দিচ্ছেন।
আজ রোববার ফেসবুকে রাজিবুল লিখেন, “চুক্তি ছিল সিনেমার, অভিনয়ও করেছিলন, প্রমাণ আছে ক্ল্যাপস্টিকে-তবুও সাকিব বললেন, আমি তো সিনেমায় অভিনয় করিনি!”
শহরের পাঁচ তরুণ-তরুণীর গল্প নিয়ে ‘সবকিছু পেছন ফেলে’ ছবি নির্মাণ শুরু করেছিলেন রাজিবুল। সাকিবকে নিয়ে কক্সবাজারে শুটিং করেন। পরে এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে শুটিং করতে অস্বীকার করেন সাকিব। বিপদে পড়েন পরিচালক, থেমে যায় সিনেমার শুটিং। শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা।
পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন রাজিবুল হোসেন। ছবির প্রধান পৃষ্ঠপোষক ছিল ফুজি ফিল্ম বাংলাদেশ। তাদের মাধ্যমেই সাকিব আল হাসান এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানান নির্মাতা।
সংবাদমাধ্যমকে নির্মাতা বলেন, ‘সাকিব তখন ফুজি ফিল্মের শুভেচ্ছাদূত। ফুজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল বছরের সুবিধা অনুযায়ী ৮ দিন তিনি সময় দেবেন। সিনেমা নিয়ে আলোচনার এক পর্যায়ে ফুজি ফিল্মস জানায়, সিনেমার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা, সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায়। সেই মোতাবেক সাকিবের সঙ্গে মিটিং করি। সবকিছু ঠিকঠাক চলছিল। সাকিবও আনন্দ নিয়েই শুটিং করছিলেন। কিন্তু যেই সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ্যে আসে, তখনই বেঁকে বসেন সাকিব।’
রাজিবুল বলেন, ‘ফুজি ফিল্মসের পক্ষ থেকে আমাকে জানানো হয়, সাকিবের যে অংশ শুটিং হয়েছে, তা যেন বাদ দিয়ে দিই। তত দিনে আমার ছবির শুটিংয়ে ৬৫ লাখ টাকা খরচ হয়ে যায়। আমি পুরো ব্যাপারটায় ট্রমাটাইজড হয়ে পড়ি। বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিই। এরপর আর ছবিটির কাজ হয়নি।’
এতদিন পর কেন এই অভিযোগ- এমন প্রশ্নের উত্তরে রাজিবুল হোসেন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান কাজটি সে সময় ঠিক করেননি। এটা সবাইকে জানানোর জন্যই এ বিষয় নিয়ে কথা বলা।’ এ সিনেমায় আরও অভিনয়ের কথা ছিল মেঘলা মুক্তা, অর্ণব অন্তু প্রমুখের।
- বিষয় :
- সাকিব আল হাসান
- সিনেমা