গাইতে গাইতে মঞ্চে হঠাৎ পড়ে গেলেন শাকিরা

শাকিরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৫ | ২০:৪৮ | আপডেট: ২৭ মে ২০২৫ | ২২:৩৫
নিজের গান নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। কনসার্টের নাম 'লাস্ট মুহেরেস ইয়া নো লোরান', বাংলায় যার অর্থ- 'মেয়েরা আর কাঁদবে না'। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কনসার্টে ভিড় করছেন গান শোনার জন্য।
এই কনসার্টের অংশ হিসেবে সম্প্রতি কানাডার মন্ট্রিয়েলে এক অনুষ্ঠানে গাইতে গাইতে আচমকা মাটিতে পড়ে যান শাকিরা।
শিল্পীকে মঞ্চে পড়ে যেতে দেখে উপস্থিত লাখো দর্শক চিন্তিত হয়ে পড়েন। তবে কিছুক্ষণ পর উঠে দাঁড়ান শাকিরা। আবার গান ধরেন। নিজেকে সামলে নেন।
শাকিরার পড়ে যাওয়ার সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সেটি দেখে প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে তার পেশাদারিত্বের প্রশংসা করছেন। আবার কেউ কেউ শাকিরার সুস্থতা কামনা করছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া