ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পোশাক শিল্পের টেকসই উন্নয়নে ফাইন্যান্স ও গবেষণায় রূপান্তর দরকার: মির্জা ফাইয়াজ

পোশাক শিল্পের টেকসই উন্নয়নে ফাইন্যান্স ও গবেষণায় রূপান্তর দরকার: মির্জা ফাইয়াজ

মির্জা ফাইয়াজ হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ২৩:২৪

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থী (ব্যালট ৫৫) ও এপ্যারেলস ভিলেজ লিমিটেডের পরিচালক মির্জা ফাইয়াজ হোসেন বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে দুটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন- সহজ শর্তে অর্থায়ন এবং গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ।

তার প্রস্তাবিত সেন্ট্রাল ফাইন্যান্সিং কোঅর্ডিনেশন সেল বিজিএমইএ-এর আওতায় সদস্য ফ্যাক্টরিগুলোকে ক্রেডিট-রেটিংয়ের মাধ্যমে আইএফসি, আইডিসিওএল, বা জিসিএফ এর মতো আন্তর্জাতিক উৎস থেকে সহজ শর্তে ঋণ গ্রহণে সহায়তা করবে। 

ফাইয়াজ মনে করেন, যারা ঋণমুক্ত ও দক্ষভাবে পরিচালিত, তাদের আলাদা স্বীকৃতি পাওয়া উচিত। তার প্রতিষ্ঠান এভিএল প্রতিষ্ঠার পর থেকে কখনও বেতন দিতে বিলম্ব করেননি, কোনো ঋণ খেলাপি হয়নি এবং আয় বেড়েছে ৭.৫ গুণ।

আরও একটি বড় উদ্যোগ হলো ‘আর এন্ড ডি’ তহবিল গঠন। ফাইয়াজ বলেন, ‘শুধু তুলাভিত্তিক কাঁচামাল ও প্রচলিত বাজারে নির্ভর করে টিকে থাকা যাবে না। উদ্ভাবনের মাধ্যমে আমাদের নতুন গ্লোবাল মার্কেট তৈরি করতে হবে।’

এভিএল ইতোমধ্যে ইতালির বিখ্যাত ব্র্যান্ড ওভিএস থেকে ‘টপ সাস্টেইনেবিলিটি সাপ্লায়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা তাদের ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনী ব্যবস্থাপনার ফসল।

মির্জা ফাইয়াজ মনে করেন, সময় এসেছে এমন একটি বিজিএমইএ গঠনের, যা স্বচ্ছতা, দক্ষতা, উদ্ভাবন ও শ্রমিক কল্যাণকে সমন্বিতভাবে মূল্য দেবে। 

‘সঙ্কটের অপেক্ষায় না থেকে, আগেই সমাধান তৈরি করতে হবে’-এই দৃষ্টিভঙ্গিতেই তিনি কাজ করতে চান। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×