ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

‘ইকোসিস্টেম ইন অ্যাকশন’ আয়োজনে ইউনিলিভার বাংলাদেশ ও অরেঞ্জ কর্নারস বাংলাদেশ

‘ইকোসিস্টেম ইন অ্যাকশন’ আয়োজনে ইউনিলিভার বাংলাদেশ ও অরেঞ্জ কর্নারস বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ২৩:১৮

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং অরেঞ্জ কর্নারস বাংলাদেশ (ওসিবি) যৌথভাবে ‘ইকোসিস্টেম ইন অ্যাকশন: পাওয়ারিং ফিউচার বিল্ডারস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।

ইউনিলিভার জানিয়েছে, অরেঞ্জ কর্নারস বাংলাদেশের সহায়তা পাওয়া তরুণ উদ্যোক্তা, বেসরকারি খাত, সরকার, দূতাবাস এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও ব্যবসায় আরও সহায়তা ও সম্পৃক্ততা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকার ওয়েস্টিন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের ভবিষ্যতে বিনিয়োগ, পরামর্শ ও বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা দেন।

বিকাশের সিইও কামাল কাদীর এবং ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সাজিদা ফাউন্ডেশনের ইমপ্যাক্ট পার্টনার্স বিভাগের প্রধান সারা ইকবাল।

অন-ডিমান্ড রিসাইক্লিং সেবা, সৌরচালিত সেচ ব্যবস্থা, সহজে পচনশীল ফ্লেক্স ব্যানার, পরিবেশ পর্যবেক্ষণের যন্ত্র এবং হালকা ইলেকট্রিক যানবাহনের মতো নানা উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এই তরুণ উদ্যোক্তারা সৃজনশীলতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জরুরি সমস্যাগুলোর টেকসই সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন।

ইউনিলিভার বাংলাদেশ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার বলেন, ‘বাংলাদেশের তরুণদের পুরো সম্ভাবনা কাজে লাগিয়ে একটি আরও টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল ভবিষ্যৎ গঠনে তাদের নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। অরেঞ্জ কর্নারসের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব একটি কৌশলগত বিনিয়োগ যা উদ্দেশ্যনির্ভর উদ্যোক্তাদের সহায়তা উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করছে।’

তিনি বলেন, ‘অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যবসাগুলো তরুণদের উদ্ভাবনী চিন্তা ও দৃঢ় মনোভাবের বাস্তব উদাহরণ যা দীর্ঘমেয়াদি পরিবর্তনের জন্য প্রয়োজন। এই উদ্যোগগুলোর পেছনে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকা থাকা জরুরি।’ সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×