ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বীমা কোম্পানির ন্যূনতম মূলধন নিশ্চিতে ফের চিঠি পাঠাল আইডিআরএ

বীমা কোম্পানির ন্যূনতম মূলধন নিশ্চিতে ফের চিঠি পাঠাল আইডিআরএ

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২ | ২৩:০৯ | আপডেট: ২৯ মার্চ ২০২২ | ২৩:১৫

প্রায় সোয়া বছর পর আবারও বীমা কোম্পানিগুলোকে ন্যূনতম পরিশোধিত মূলধন নিশ্চিত করতে চিঠি পাঠিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গতকাল মঙ্গলবার পাঠানো চিঠিতে বলা হয়, বিদ্যমান বীমা আইন-২০১০ অনুযায়ী সাধারণ বীমা কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন হতে হবে কমপক্ষে ৪০ কোটি টাকা। আবার এই মূলধনের এর অন্তত ৬০ শতাংশ উদ্যোক্তাদের মালিকানায় থাকার বাধ্যবাধতা বীমা আইনে আছে।

যদিও আইনের এ অংশটি ত্রুটিপূর্ণ এবং বাস্তবায়ন অযোগ্য বলে সমকালের কাছে গত বছর স্বীকার করেছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। এর পরও বীমা আইনের ২১ ধারা এবং তফসিল-১ এর শর্ত স্মরণ করিয়ে দিয়ে বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইডিআরএ) গতকাল মঙ্গলবার বেসরকারি খাতের ৩০টি সাধারণ বীমা কোম্পানিকে চিঠি পাঠিয়েছে।

সংস্থার পরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বীমা আইন ২০১০ এর ধারা ২১ পরিপালনপূর্বক তফসিল-১ অনুযায়ী ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণের জন্য অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষকে (আইডিআরএ) অবহিত করতে হবে।


এর আগে ২০২০ সালের ডিসেম্বরে এ আইন পরিপালনে কোম্পানিতে এক মাসের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোকে চিঠি পাঠিয়েছিলেন আইডিআরএ এই কর্মকর্তা। তবে গতকাল পাঠানো চিঠিতে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে ‘অতিদ্রুত’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আগের চিঠির কেনো পরিপালন হয়নি- এ বিষয়ে জানতে আইডিআরএ পরিচালক জাহাঙ্গীর আলমকে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

গত বছর এ ইস্যুতে এক প্রশ্নের জবাবে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন সমকালের কাছে স্বীকার করেছিলেন, বীমা আইনের সংশ্লিষ্ট ধারাটি ত্রæটিপূর্ণ। বিশেষ উদ্যোক্তাদের ৬০ শতাংশ ধারণের শর্ত নিয়ে এ কথা বলেছিলেন তিনি। 

তবে তিনি এও বলেছিলেন, ত্রুটিপূর্ণ হলেও যেহেতু আইনে আছে, সে কারণে বিষয়টি পরিপালনে বীমা কোম্পানিগুলোকে বলতে হচ্ছে।

গতকাল যেসব সাধারণ বীমা কোম্পানিকে এ চিঠি পাঠানো হয়েছে, সেগুলো হলো- অগ্রণী, এশিয়া, এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ কো-অপারেটিভ, বাংলাদেশ জেনারেল, সেন্ট্রাল, কন্টিনেন্টাল, গ্রিণডেল্টা, গ্লোবাল, ইসলামী, জনতা, কর্ণফূলী, প্যারামাউন্ট, পিপলস, ফিনিক্স, পাইওনিয়ার, প্রগতি, প্রভাতী, পূরবী, রিপাবলিক, সোনারবাংলা, স্ট্যান্ডার্ড, সাউথ এশিয়া, তাকাফুল ইসলামী, ইউনিয়ন এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।

আরও পড়ুন

×