ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বীমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের পদত্যাগ

বীমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের পদত্যাগ

ড. এম মোশাররফ হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২২ | ০০:৫৮ | আপডেট: ১৫ জুন ২০২২ | ০২:৫৫

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।

আইডিআরএ’র নির্বাহী পরিচালক শাকিল আখতার জানিয়েছেন, বুধবার সকালে ড. এম মোশাররফ হোসেন অফিস করেছেন। তারপর তিনি অফিস থেকে বের হয়ে গেছেন। 

এদিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে নিশ্চিত করেছেন যে, ১৪ জুন (মঙ্গলবার) তারিখে তিনি আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।  

এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি, বিধি বহির্ভূতভাবে বীমা কোম্পানির শেয়ার বিক্রিসহ অর্থপাচারের অভিযোগও রয়েছে

সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আদালতে জমা দেওয়া প্রতিবেদনে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৪১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। 

এম মোশাররফ হোসেন ২০১৮ সালের এপ্রিলে আইডিআরএ’র সদস্য নিযুক্ত হন। পরবর্তীতে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন তিনি।


আরও পড়ুন

×