ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পোশাক খাতের প্রশংসায় ব্রিটিশ হাইকমিশনার

পোশাক খাতের প্রশংসায় ব্রিটিশ হাইকমিশনার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ২২:০৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ২২:০৮

বাংলাদেশের পোশাক খাতের নিরাপদ কর্মপরিবেশের প্রশংসা করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। তিনি বলেছেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং পরিবেশগত টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো।

মঙ্গলবার বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহসভাপতি শহিদুল্লাহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, আসিফ আশরাফ, তানভীর আহমেদ, আবদুল্লাহহিল রাকিব, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা ড্যান পাশা উপস্থিত ছিলেন।

বৈঠকে যুক্তরাজ্যের বাজারের বর্তমান পরিস্থিতি, দেশটিতে পোশাক রপ্তানি বাড়ানোর সম্ভাব্য উপায় ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের চ্যালেঞ্জ, শুল্ক্ক কাঠামোয় সম্ভাব্য পরিবর্তন ও এসব বিষয়ে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

×