শেয়ারবাজার
দর বৃদ্ধিতে এগিয়ে বীমা লেনদেনে বস্ত্র খাত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৩ | ১৮:০০
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের দর বেড়েছে। দর বৃদ্ধি পাওয়া বেশিরভাগ শেয়ার ছিল বীমা, প্রকৌশল এবং বস্ত্র খাতের। তবে ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, তথ্যপ্রযুক্তি খাতের বেশিরভাগ শেয়ার দর কমেছে। টাকার অঙ্কে লেনদেনে এগিয়ে ছিল বস্ত্র খাত।
প্রাপ্ত তথ্যানুযায়ী, তালিকাভুক্ত ৩৯৩ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৫৭টির লেনদেন হয়েছে। দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ১৯৭টির দর। ক্রেতার অভাবে ফ্লোর প্রাইসে পড়ে থাকা ৩৫ শেয়ার ও ফান্ডের কোনো লেনদেন হয়নি।
বৃহস্পতিবার তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফসহ বীমা খাতের তালিকাভুক্ত ৫৭ শেয়ারের মধ্যে ৫৬টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে সাতটির এবং বাকি ২০টির দর অপরিবর্তিত ছিল। গড়ে এ খাতের শেয়ারদর বেড়েছে ১ শতাংশের ওপর।প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৪২ কোম্পানির মধ্যে ৪০টির কেনাবেচা হয়েছে। দর বেড়েছে ৯টির, কমেছে ৮টির। বাকি ২৩টির দর অপরিবর্তিত। বস্ত্র খাতের ৫৮ শেয়ারের মধ্যে ৫০টির লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১টির, কমেছে ৭টির। বাকি ৩২টির দর অপরিবর্তিত।
বিপরীতে ওষুধ ও রসায়ন খাতের ৩৩ শেয়ারের মধ্যে ৩৩টির লেনদেন হয়েছে। দর বেড়েছে ৪টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত ২০টির দর। খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১ শেয়ারের মধ্যে ১২টির দর কমেছে। এ খাতের চার শেয়ারের দর বৃদ্ধির পরও গড়ে শেয়ার দর কমেছে ১ শতাংশ।
সবচেয়ে বেশি দর হারিয়েছে তথ্যপ্রযুক্তি এবং সিমেন্ট খাতের শেয়ার। তথ্যপ্রযুক্তি খাতের ১১ শেয়ারের মধ্যে ৮টির দর কমেছে। দর হারিয়েছে গড়ে পৌনে ২ শতাংশ। সিমেন্ট খাতের সাত কোম্পানির মধ্যে চারটির দর কমায় সার্বিক দরপতন হয়েছে পৌনে ৩ শতাংশ।
তালিকাভুক্তির প্রথম দিনে ১০ শতাংশ দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। সর্বশেষ কেনাবেচা হয়েছে ১১ টাকা দরে। ফলে এ দরই হবে শেয়ারটির ফ্লোর প্রাইস। দুই শেয়ারবাজার মিলে মাত্র ৫২২টি শেয়ার হাতবদল হয়েছে। তবে লভ্যাংশ ঘোষণার পর পৌনে ১২ শতাংশ বেড়ে দর বৃদ্ধি নিয়ে অগ্রণী ইন্স্যুরেন্স ছিল শীর্ষে। বিপরীতে ৮ শতাংশ দর হারিয়ে দরপতনের শীর্ষে ছিল সি পার্ল হোটেল।
ডিএসইতে বৃহস্পতিবার ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় পৌনে ৭৭ কোটি টাকা বেশি। পৌনে ৩৭ কোটি টাকা করে লেনদেন নিয়ে শীর্ষে ছিল ইস্টার্ন হাউজিং এবং বাংলাদেশ শিপিং করপোরেশন। পৌনে ৯৮ কোটি টাকার লেনদেন নিয়ে খাতওয়ারি শীর্ষে ছিল বস্ত্র খাত। ডিএসইএক্স সূচক সাড়ে ৬ পয়েন্টের বেশি খুইয়ে ৬২৭২ পয়েন্টে নেমেছে।
- বিষয় :
- শেয়ার বাজার
- বস্ত্র খাত
- ডিএসই