ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এক্সিম ব্যাংকের বিশেষ ব্যবসা সম্মেলন

এক্সিম ব্যাংকের বিশেষ ব্যবসা সম্মেলন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৮:০০

বছরের প্রথমার্ধে এক্সিম ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং কাঙ্ক্ষিত ব্যবসায়িক ফলাফল অর্জনের লক্ষ্যে বিশেষ ব্যবসা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির ও শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরুল ইসলাম, মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম প্রমুখ।

আরও পড়ুন

×