ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৮:০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক সম্প্রতি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এতে বিশেষ অতিথি ছিলেন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালক সাখাওয়াত হোসেন এবং মো. আবু রায়হান। শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. সাইদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ আশফাকুল হক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আরও পড়ুন

×