রবির এলিট গ্রাহকদের জন্য ‘জাওয়ান’র বিশেষ প্রদর্শনী

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১৩:১৭ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ১৩:৩৬
মোবাইল অপারেটর রবি তার লয়ালিটি প্রোগ্রাম এলিটের গ্রাহকদের জন্য আলোচিত চলচ্চিত্র ‘জাওয়ান’ এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।
রবির এলিট গ্রাহকরা বলিউড কাঁপানো ‘জাওয়ান’ সিনেমাটি ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দুটি এবং মিরপুরে স্টার সিনেপ্লেক্সে একটিসহ তিনটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে উপভোগ করেন। এছাড়া চট্টগ্রামে দুটি এবং রাজশাহীতেও একটি বিশেষ শোর আয়োজন করা হয়েছে। সুযোগটি রবি'র সকল ডায়মন্ড, প্লাটিনাম এবং নির্বাচিত এলিট গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল।
দক্ষিণ ভারতের পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণের তারকা নয়নতারা। অল্প কিছু দৃশ্যে রয়েছে শাহরুখের ‘পাঠান’ এর নায়িকা দীপিকা পাড়ুকোন। দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপতি ও অতিথি চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত।
রবি'র হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন শামীম উজ জামান বলেন, এই ইভেন্টের লক্ষ্য আমাদের গ্রাহকদের সঙ্গে রবি'র সম্পর্ক জোরদার করা এবং আমাদের লয়ালটি প্রোগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- রবি