কুড়িগ্রামে ১০ হাজার চারা বিতরণ করল ইউসিবি

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১২:১২
জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে ১০ হাজার চারাগাছ বিতরণ করেছে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ইউসিবির 'ভরসার নতুন জানালা' করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়। গতকাল ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে 'ভরসার নতুন জানালা' শীর্ষক কৃষি সহায়তা উদ্যোগ বাস্তবায়ন করছে ইউসিবি। এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল চর বলরামপুর, বেরুবাড়ি ও নাগেশ্বরীতে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। এসব এলাকায় বসবাসরত পরিবারগুলোর মাঝে আম, লেবু ও শজনের একটি করে চারা এবং প্রয়োজনীয় জৈবসার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান ও বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান 'মাটি ও মানুষ'-এর উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, অবসরপ্রাপ্ত জেলা জজ ও চরসাজাই কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ফউজুল আজিম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও চরসাজাই কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক আব্দুর রাজ্জাক খান প্রমুখ।
- বিষয় :
- জলবায়ু পরিবর্তন
- কুড়িগ্রাম
- গাছের চারা