ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ৮ হাজার কোটি টাকা

ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ৮ হাজার কোটি টাকা

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকা। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪ | ১০:০১ | আপডেট: ০১ নভেম্বর ২০২৪ | ১১:২১

চলতি সপ্তাহে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৪ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.২৯ শতাংশ বা ৮ হাজার ৪৬৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮৪.৮০ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৬.৮৭ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে শূন্য.৮৯ পয়েন্ট বা শূন্য.০৮ শতাংশ।

সূচকের  উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ  টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৮৪ লাখ টাকা।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৯৭ লাখ টাকা বা ২৩.০২ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৬৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৯টি কোম্পানির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ারের দাম।

আরও পড়ুন

×