এনআরবিসি ব্যাংক চেয়ারম্যানের অ্যাকাউন্ট ফ্রিজ

এস এম পারভেজ তমাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ২১:১১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ | ২৩:১৯
বিভিন্ন অনিয়ম–জালিয়াতিতে আলোচিত এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল এবং ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদ হারানো মোহাম্মদ আদনান ইমামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ব্যাংকটির সিএফও মো. জাফর ইকবাল হাওলাদারের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও একক নামে পরিচালিত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও ফ্রিজ করতে বলা হয়েছে। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় আজ বৃহস্পতিবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
বিএফআইইউর চিঠিতে তাদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে। এসএএম পারভেজ তমালের বাবা সৈয়দ শাহজাহান ও মা উম্মে বিলকিস। আর আদনান ইমামের বাবা চৌধুরী ফজলে ইমাম, মা নিলুফার ইমাম। জাফর ইকবাল হাওলাদার বাবা জালাল আহমেদ হাওলাদার, মা সুফিয়া বেগম। এসব ব্যক্তির নিজ, স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি ব্যক্তি মালিকানায় কোনো প্রতিষ্ঠানের হিসাব থাকলে তা-ও ফ্রিজ করতে হবে। মানি লন্ডারিং আইনের ২৩(১)(গ) ধারায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজের পাশাপাশি অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি, হালনাগাদ লেনদেন বিববরণীসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অন্যতম আসামি এস এম পারভেজ তমাল। গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মারা যাওয়া মো. বেলাল হোসেন রাব্বির (২৬) মা জেসমিন আক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাকে আসামি করে সম্প্রতি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সময়ের সাবেক মন্ত্রী, এমপি, বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ বা তথ্য তলব করেছে বিএফআইইউ। এদের বেশিরভাগই এখন পলাতক। কেউ–কেউ জেলে আছেন।
২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন ৯ ব্যাংকের একটি এনআরবিসি ব্যাংক। ব্যাংকটিতে স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, ঋণ জালিয়াতি, এনজিওর সঙ্গে মিলে ঋণ দেওয়ার নামে অর্থ বের করে নেওয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন পারভেজ তমাল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
- বিষয় :
- এনআরবিসি ব্যাংক