ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ডিএমপির ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ডিএমপির ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

.

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৩

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার এ উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএমপির পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল কাইয়ুম খান চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিএমপি এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো ব্যাংকের কার্ড থেকে অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে কিউআর কোডে পেমেন্টের মাধ্যমে ট্রাফিক ফাইন জমা দেওয়ার সহজ সমাধান এখন সম্ভব। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×