সাড়ে ৯ কোটি ইউরো বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৩:০৭
সাড়ে ৯ কোটি ইউরোর কিছু বেশি বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। স্থানীয় মুদ্রায় যা প্রায় ১ হাজার ২৬৮ কোটি টাকা। এ জন্য ইতোমধ্যেই সংস্থাটি ঋণচুক্তির একটি খসড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠিয়েছে। ঋণ চুক্তিটি চূড়ান্ত করতে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. রেজাউল বাসার সিদ্দিকীর সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সভার কার্যপত্রে বলা হয়, স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের আওতায় বাজেট সহায়তা হিসেবে ৯ কোটি ৬১ লাখ ইউরো দিতে সম্মত হয়েছে ওএফআইডি। এ ঋণের আওতায় রাজস্ব বাড়াতে দেশের রাজস্ব খাত সংস্কারের স্বল্প ও মধ্যমেয়াদি একটি কৌশলপত্র চাওয়া হয়েছে। বিশেষ করে শুল্ক এবং ভ্যাট বিভাগে ঝুঁকি ব্যবস্থা ইউনিট গড়ে তোলাসহ শুল্ক-কর আদায়ের ক্ষেত্রে আইন-কানুন প্রতিপালন হচ্ছে কিনা, তা জানতে চাওয়া হয়। অধিকাংশ পণ্যের ক্ষেত্রে ১৫ শতাংশ একক ভ্যাটহার এবং নতুন আয়কর আইন বস্তবায়ন কী অবস্থায় আছে, এসব বিষয়ও জানতে চাওয়া হয়।
একই সঙ্গে নন-এনবিআর রাজস্ব বাড়ানো ও সরকারের বিনিয়োগ পরিকল্পনার বিষয়েও জানতে চাওয়া হয়েছে। যথাযথভাবে বাস্তবায়নের মধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করাও এ ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। সভায় এ ঋণচুক্তির খসড়া বিষয়ে আলোচনায় বলা হয়, অনেকগুলো প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। তাছাড়া কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, চুক্তিতে তা সংশোধন আর যেসব উদ্যোগ এখনও গ্রহণ করা হয়নি, তা সুনির্দিষ্ট সময়ে শেষ করার অভিপ্রায় উল্লেখ করে ঋণচুক্তির খসড়াটি সংশোধনের প্রস্তাব ওএফআইডিতে পাঠাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এর পর উভয় পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চুক্তিটি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ তথা ডলারের জোগান বাড়াতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাজেট সহায়তা ছাড়ে বেশি মনোযোগ দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত কোনো বাজেট সহায়তা পাওয়া যায়নি। তবে খুব শিগগির বিশ্বব্যাংক থেকে ৫০ কোটি ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৬০ কোটি ডলারের বাজেট সহায়তা পেতে যাচ্ছে সরকার। এ ছাড়া বেশ কঠিন শর্তে চলমান ঋণ কর্মসূচি ৪৭০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫৩০ কোটি ডলার করতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছে। অর্থবছর শেষ নাগাদ ৪০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে বলে আশা করছে সরকার।
- বিষয় :
- ইউরোপ