ঢাকা–চট্রগ্রামের ১৯ পশুর হাটের পাশের ব্যাংক খোলা রাত ১০টা পর্যন্ত

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ২২:৫৮
ঈদের বন্ধের মধ্যেও ঢাকার ১৮টি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখা রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ জুন থেকে জুন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিশেষ ব্যবস্থায় এ সেবা দিতে হবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।
এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ৯টি করে ১৮টি পশুর হাট বসবে। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের সাগরিকা হাট বসবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের সঙ্গে এসব হাটের তালিকা জুড়ে দিয়ে বলা হয়েছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট পরিচালিত হতে যাচ্ছে। এ সব হাটে অধিক সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়।
আর্থিক লেনদেনের নিরাপত্তার লক্ষ্যে পশুর হাট সংলগ্ন বা নিকটবর্তী ব্যাংক শাখা, উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথ ব্যবহার করে ক্রেতা ও ব্যবসায়ীরা যেন সহজে লেনদেন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩ জুন থেকে ঈদের আগের রাত পর্যন্ত স্বীয় বিবেচনায় শাখা নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। এ সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা করতে হবে। বাড়তি সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা–কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে।
প্রসঙ্গত, এবার ঈদে আগামী ৫ থেকে ১৪ জুন টানা ১০দিন সরকারি ছুটি থাকবে। ঈদের ছুটির প্রথম দিন ৫ জুন বৃহস্পতিবার তৈরি পোশাক সংশ্লিষ্ট শাখা এবং ঈদের পরে ১১ ও ১২ জুন ওষুধ শিল্পসহ আমদানি, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট এডি শাখা খোলা রাখতে হবে। এসময় ১০টা থেকে ২টা পর্যন্ত লেনদেন করতে বলা হয়েছে। আর ব্যাংক খোলা থাকবে ৪টা পর্যন্ত।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
- পশুর হাট