সরকার ৩ শূন্যের ওপর ভিত্তি করে সমাজ গঠনে কাজ করছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন। ছবি- বিটিভিতে প্রচারিত ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১৮:১২ | আপডেট: ০২ জুন ২০২৫ | ১৯:১৮
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ৩ শূন্যের ওপর ভিত্তি করে সমাজ গঠনের জন্য কাজ করছে। আমাদের মূল লক্ষ্য হলো- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নীতির ওপর ভিত্তি করে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রত্যেকেরই একটি সুন্দর জীবন থাকবে এবং বৈষম্যের দুষ্টচক্র থেকে তারা মুক্ত থাকবে।
সোমবার বিকেল তিনটায় জাতীয় বাজেট উপস্থাপন বক্তৃতায় এ কথা বলেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত পূর্ব-রেকর্ড করা বক্তৃতার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের সময় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘যে স্বপ্নের ওপর ভিত্তি করে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে আমরা তা বাস্তবায়নের মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য আবাসস্থল রেখে যেতে চাই। আমরা মানুষের জীবনযাত্রার মান বাড়াতে আমূল উন্নতি ঘটাতে চাই। আমরা এই লক্ষ্যগুলোকে মাথায় রেখে এই বছরের বাজেট সাজানোর চেষ্টা করেছি।’