ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বাজেট পুঁজিবাজারবান্ধব

বাজেট পুঁজিবাজারবান্ধব

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২৩:৪৮

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের পুঁজিবাজার উন্নয়নে সহায়ক নীতিমালা গ্রহণ করায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারবান্ধব। 
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া বাজেট প্রতিক্রিয়ায় মমিনুল ইসলাম আরও বলেন, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির
মধ্যে করহারের ব্যবধান বাড়ানো, মার্চেন্ট ব্যাংকের করহার ও লেনদেনের ওপর উৎসে কর কমানো ইত্যাদি পুঁজিবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
ডিএসইর চেয়ারম্যানের মতে, সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তকরণ, বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এ বাজারের গভীরতা বাড়বে।
তিনি বলেন, পুঁজিবাজারকে ঘিরে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেশের ক্রমবিকাশমান পুঁজিবাজার দীর্ঘ মেয়াদে শক্তিশালী ও টেকসই হওয়ার পথে এগিয়ে যাবে বলে ডিএসই বিশ্বাস করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ
উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষতাকে পুঁজি করে আগামী প্রজন্মের জন্য একটি টেকসই পুঁজিবাজার গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ। 

আরও পড়ুন

×