বিকাশে কোরবানির পশু কেনা যাচ্ছে দেশের ২৭ হাটে

ছবি: সংগৃহীত
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২২:৩৬
ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের ২৭টি পশুর হাটে বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনা যাচ্ছে কোরবানির পশু। ক্যাশ টাকা বহন এবং ছেঁড়া বা জাল টাকার ঝুঁকি এড়িয়ে দেশজুড়ে এসব হাটে বিকাশ পেমেন্টে কোরবানির পশুর মূল্য ও হাসিল পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর হাটের তালিকায় রয়েছে ঢাকার গাবতলী, বছিলা, ভাটারা, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট হাট, দিয়াবাড়ি হাট ও পোস্তগোলা হাট। এছাড়া চট্টগ্রামের সাগরিকা, বিবিরহাট, মইজ্জারটেক, বরিশালের দপদপিয়া হাট, রাজশাহীর সিটি হাট, রংপুরের লালবাগ, সিলেটের কাজী বাজারসহ মোট ২৭ টি পশুর হাটে ক্যাশ টাকা ছাড়াই বিকাশ পেমেন্টে কোরবানির পশু কেনা যাচ্ছে। যারা ক্যাশ টাকা ছাড়া বা ক্যাশ দিয়ে পশু কিনবেন, উভয়েই হাসিলের অর্থ বিকাশেই পরিশোধ করতে পারবেন। হাটের নির্দিষ্ট স্থানে দেয়া বিকাশের কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই হাসিল পরিশোধ করতে পারবেন ক্রেতারা।
হাটের পাশাপাশি এখন অনেকেই অনলাইনেই কোরবানির পশু কেনেন। অনলাইনে কোরবানির পশু কেনার ক্ষেত্রেও বিকাশ পেমেন্ট স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছেন ক্রেতারা। ঈদ উপলক্ষ্যে বিকাশে এখন দৈনিক লেনদেনে ‘ক্যাশ ইন’ ১ লাখ টাকা পর্যন্ত। এছাড়া ‘সেন্ড মানি’ ও ‘অ্যাড মানি’ করা যাবে ১ লাখ টাকা পর্যন্ত। পরিবর্তিত সীমা থাকবে ৯ জুন পর্যন্ত।
- বিষয় :
- বিকাশ
- কোরবানি
- কোরবানির হাট