ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা, ২ ব্যক্তির জেল

সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা, ২ ব্যক্তির জেল

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৫:৫০

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীর তিন দিন করে জেল হয়েছে। গত শুক্রবার ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের ৯৭৪টি শূন্য পদে নিয়োগের জন্য এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২২ সালভিত্তিক সিনিয়র অফিসারের লিখিত পরীক্ষায় সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রের ১৯৬৬৫৩ রোল নম্বরধারী প্রকৃত পরীক্ষার্থী ছিলেন মো. রাসেল রানা। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের মো. রুহুল আমিনের ছেলে। তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন ভুয়া পরীক্ষার্থী ঢাকার মোহাম্মদপুরের শাহরিয়ার আলম। সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক বিষয়টি বুঝতে পেরে কয়েকটি কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শামসুন নাহার শিলাকে অবহিত করেন। কাগজপত্র যাচাই ও তার স্বীকারোক্তি শেষে তিনি ওই প্রার্থীকে তাৎক্ষণিক তিন দিনের কারাদণ্ড দেন।

অন্যদিকে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১০৬২০৯ রোল নম্বরধারী রেজুয়ান তাউফিক। তিনি রাজশাহীর মতিহারের বিনোদপুর বাজারের আব্দুল খালেকের ছেলে। তিনি ইলেকট্রনিক ডিভাইস ব্যশবহার করে বাইরে থেকে প্রশ্নের উত্তর জেনে নিচ্ছিলেন। ওই কক্ষে দায়িত্বরত পরিদর্শকের কাছে বিষয়টি ধরা পড়লে তিনি নির্বাহী ম্যা জিস্ট্রেট ও সহকারী কমিশনারকে অবহিত করেন। ওই প্রার্থীকেও তাৎক্ষণিক ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বিএসসির একজন কর্মকর্তা সমকালকে বলেন, স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। যে কোনো ধরনের অসুদপায় অবলম্বনের খবর পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। 

আরও পড়ুন

×