ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মোবাইল অ্যাপে জানা যাবে সারাদেশের বাজারদর

মোবাইল অ্যাপে জানা যাবে  সারাদেশের বাজারদর

.

সমকাল প্রতিবেদক     

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ০০:৩৯

নিত্যপণ্যের বাজারে কারসাজি ঠেকাতে ‘বাজারদর’ শীর্ষক একটি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে সারাদেশের নিত্যপণ্যের খুচরা বাজারদর সম্পর্কে বিস্তারিত জানা যাবে। গতকাল সোমবার এই অ্যাপটির উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, ভোক্তা অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করে দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। এই অ্যাপে প্রতিদিনের খুচরা বাজারদরের তথ্য সরবরাহ করবে ভোক্তা অধিদপ্তর। ফলে অ্যাপটির মাধ্যমে যে কোনো জায়গায় বসে জানা যাবে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের দাম। এতে বাজারে কারসাজি কমবে। নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করাও সহজ হবে।

অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান বলেন, নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে আর্থিক সীমাবদ্ধতা, জনবল স্বল্পতা ও কারিগরি সীমাবদ্ধতা সত্ত্বেও অধিদপ্তর ভোক্তাস্বার্থ রক্ষায় কাজ করছে। এই অ্যাপের মাধ্যমে পণ্যের প্রকৃত সর্বোচ্চ দাম জানতে পারবে ভোক্তা। এতে ধীরে ধীরে এ-সংক্রান্ত প্রতারণা কমে আসবে।
তিনি বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অধিদপ্তরের দাখিল করা বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সফটওয়্যারগুলোর উপস্থাপনা-সংক্রান্ত মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাজারদর অ্যাপসের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। এই অ্যাপটি সহজ, সংক্ষিপ্ত, কার্যকর ও ব্যবহারকারীবান্ধব। 
অনুষ্ঠানে অ্যাপটি বাস্তবায়ন, টেকনিক্যাল সহযোগিতা প্রদানসহ টেকসই উন্নয়নের লক্ষ্যে অধিদপ্তর ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির শিক্ষার্থী ইব্রাহিম মোল্লার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অ্যাপটির নির্মাতা শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা বলেন, পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে। 

আরও পড়ুন

×