নাসিম মঞ্জুর ও তপন চৌধুরী এমটিবির পরিচালক, স্বতন্ত্র পরিচালক জারিন মাহমুদ

.
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১২:৩৩ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ১৪:১৫
মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের (এমটিবি) পরিচালনা পর্ষদে সৈয়দ নাসিম মঞ্জুর ও তপন চৌধুরী পরিচালক এবং জারিন মাহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রখ্যাত শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর দেশের শীর্ষস্থানীয় চামড়াজাত পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এমটিবির পরিচালনা পর্যদে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি খ্যাতিমান উদ্যোক্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পুত্র।
নাসিম মঞ্জুর ল্যান্ডমার্ক ফুটওয়্যারের চেয়ারম্যান এবং অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফার্মা ও ব্লু ওশান ফুটওয়্যারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)দু'বারের সাবেক সভাপতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি।
তপন চৌধুরী এমটিবির পরিচালনা পর্ষদে আস্ট্রাজের প্রতিনিধি হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি দেশের অন্যতম শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ. চৌধুরীর দ্বিতীয় পুত্র। স্কয়ার ফার্মাসিউটিক্যালসে মার্কেটিং বিভাগে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৯৫ সালে তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এবং বর্তমানে স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৭ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি, যুব ও ক্রীড়া, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এমটিবির নতুন স্বতন্ত্র পরিচালক জারিন মাহমুদ হোসেনের রয়েছে ২০ বছরেরও বেশি সময়ের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও নেতৃত্বদানের অভিজ্ঞতা। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিষ্ঠাতা অংশীদার।