ব্যাংক ঋণে অস্থাবর সম্পত্তিকে জামানত হিসেবে গ্রহণের তাগিদ

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ০০:৪৫
ব্যাংক ঋণের ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিকে জামানত হিসেবে গ্রহণ করতে ২০২৩ সালের এ সম্পর্কিত আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন এসএমই উদ্যোক্তারা। মঙ্গলবার এসএমই ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) উদ্যোগে আয়োজিত কর্মশালায় তারা এই দাবি জানান। আইএফসির কান্ট্রি
ম্যানেজার মার্টিন হল্টম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান। বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী ও ডিএমডি মো. নাজিম হাসান সাত্তার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার প্রমুখ।
- বিষয় :
- ব্যাংক