ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ইবিএল-ম্যাটাডোর পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত

ইবিএল-ম্যাটাডোর পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২২:৩৭

ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং ম্যাটাডোর গ্রুপের মাঝে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন ও ম্যাটাডোর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সগীরুল আলম এ চুক্তি স্বাক্ষর করেন।

এর অধীনে ম্যাটাডোর গ্রুপের এমপ্লয়িরা সামগ্রিক পে-রোল ব্যাংকিং সেবা ছাড়াও ইস্টার্ন ব্যাংকের রিটেইল ব্যাংকিং সেবা যেমন ঋণ, ক্রেডিট কার্ড, সঞ্চয় স্কিম ইত্যাদিতে অগ্রাধিকার সুবিধা পাবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ পে-রোল ব্যাংকিং তৃষা তাকলীম; ম্যাটাডোর গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মহসীন হাসিব এবং জেনারেল ম্যানেজার (ট্রেজারি) উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×