ফারইস্ট লাইফের শেয়ারদর দুই সপ্তাহে দ্বিগুণ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২ | ০১:১৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ | ০১:১৭
মাত্র দুই সপ্তাহে দ্বিগুণের বেশি দর বেড়েছে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের। গত ডিসেম্বরের শেষেও বিমা কোম্পানিটির শেয়ার ৫০ টাকার কমে কেনাবেচা হয়েছিল। মঙ্গলবার এ শেয়ারটি ১১৪ টাকা ৯০ পয়সায় কেনাবেচা হচ্ছে, যা অন্তত গত ১০ বছরের সর্বোচ্চ।
দুই সপ্তাহে দরবৃদ্ধির পর এ শেয়ারের এখন ক্রেতার অভাব নেই। দুপুর ১২টায় আজকের লেনদেনের প্রথম দুই ঘণ্টা শেষে এ দরেই সোয়া ৫ লাখের বেশি শেয়ারের ক্রয় আদেশ দেখা গেছে। বিপরীতে ছিল না একটি শেয়ারেরও বিক্রির আদেশ।
অর্থাৎ এখান থেকে বীমা কোম্পানিটির শেয়ারদর আরও বাড়বে— এমন আশা যারা শেয়ার কিনতে চাইছেন তাদের। বিপরীতে যাদের হাতে শেয়ার রয়েছে, তারাও একই চিন্তা করছেন। বেশি দরে শেয়ার বিক্রি করে বেশি মুনাফা নিতে তারাও এখনই শেয়ার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়ে বসে আছেন।
বাজার সংশ্লিষ্টরা জানান, একাধিক বড় বিনিয়োগকারীর আগ্রাসী ক্রয়ে শেয়ারটির দর বাড়ছে। এখানে বড় এক শিল্প গ্রুপ বেনামে বীমা কোম্পানিটির উল্লেখযোগ্য মালিকানা ধরে আছে। অন্য এক শিল্পগ্রুপের কাছে এর মালিকানা চলে যাবে— এমন গুজবও আছে শেয়ারবাজারে।
গত দুই সপ্তাহে ফারইস্ট লাইফের তুলনায় বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারের। চলতি বছর ২ জানুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয় ৭১ টাকা থেকে। আজ শেয়ারটি ১৪৪ টাকায় কেনাবেচা হচ্ছে। গত ২৩ ডিসেম্বর শেয়ারটি মাত্র ৪৯ টাকায় কেনাবেচা হয়েছিল।
ফারইস্ট লাইফ এবং বিএসসির বাইরে গত দুই সপ্তাহে সর্বাধিক দর বেড়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার, রংপুর ফাউন্ড্রি, ফু-ওয়াং ফুড, আরএকে সিরামিকের।
প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার গত ডিসেম্বরের শেষেও ৫৭ টাকায় কেনাবেচা হয়েছিল, আজ সে শেয়ার ৮৯ টাকায় কেনাবেচা হচ্ছে। দর বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
এ ছাড়া মাত্র দুই সপ্তাহে বসুন্ধরার পেপার কোম্পানির শেয়ারদর ৪৩ টাকা থেকে বেড়ে এখন ৬২ টাকায় কেনাবেচা হচ্ছে। যদিও গত ১২ জানুয়ারি শেয়ারটি ৭২ টাকা পর্যন্ত উঠেছিল। এর পর কিছুটা নিম্নমুখী ধারায় ছিল।
এদিকে আজও শেয়ারবাজারের সার্বিক ঊর্ধ্বমুখী ধারায় শেয়ার কেনাবেচা চলছে। দুপুর ১২টায় প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৩১ কোম্পানির শেয়ার দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। এ সময় ৮৯ শেয়ার দর হারিয়ে এবং ৫৫টি দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল।
এ সময় ৯ থেকে প্রায় ১০ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং দেশ গার্মেন্টস কোম্পানির শেয়ার।
বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধির প্রভাবে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৭০৮৮ পয়েন্টে অবস্থান করছিল। যদিও এর প্রায় ঘণ্টা খানেক আগে সূচকটি ৭১০৪ পয়েন্ট পর্যন্ত উঠেছিল।
আজকের লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে ৮৩০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ৫৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা নিয়ে লেনদেনের শীর্ষে ছিল বিএসসি। ৫৪ কোটি টাকার লেনদেন নিয়ে এর পরের অবস্থানে ছিল সাইফ পাওয়ারটেক।
জিপিএইচ ইস্পাত (৪৮ কোটি টাকা), ফারইস্ট লাইফ (৩৯ কোটি টাকা), বেক্সিমকো লিমিটেড (৩৪ কোটি টাকা) ছিল লেনদেনের পরের অবস্থানে।