ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ০৮:০৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষে পুরো ক্যাম্পাস সেজেছে নতুন সাজে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর প্রোগ্রামের থিম ঠিক করা হয়েছিল ‘সীমানা।’ সীমানা পার করে এ বছরের উন্মাদনা ছিল শিখরে। এ বছর মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘দৈনিক সমকাল’।

সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে দর্শকদের উত্তেজনা ও উপচে পড়া ভিড় ছিল। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল হাতে তৈরি পোস্টার, ফেস্টুন, ফ্লাইয়ারস এবং একটি আকর্ষণীয় স্ট্রাকচার ম্যান্টিকোর। এছাড়াও গান, অভিনয় ও নাচের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. এম ইসমাইল হোসাইন, ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ড. মো. সৈয়দ উজ জামান খান উপস্হিত ছিলেন। 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির বর্তমান ফ্যাকাল্টি অ্যাডভাইজার মোসাররত হোসেন। অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের জীবনের সকল সীমানা অতিক্রম করে নতুন কোনো সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার প্রতিপাদ্য নিয়ে এবারের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। ২৫তম হিসেবে এটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন সামনে আরও এমন সংস্কৃতিমনা আয়োজন নিয়ে আসবে বলেও তিনি আশ্বাস দেন।

সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাকিম মোহাম্মদ নাবিল বলেন, ‘বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের মাঝে সম্প্রীতি, সমঝোতা ও সংস্কৃতির এক ভিন্ন আমেজ নিয়ে আসে। এই রজতজয়ন্তী আয়োজন করতে পেরে আনন্দিত বোধ করছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এটি।’ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×