ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

বঙ্গবন্ধুর ম্যুরালের মুখের অবয়ব পুরোটা ভেঙে ফেলা হয়। ছবি: সমকাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১৫:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকা ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ভাঙচুর করা হয়েছে। ম্যুরালটির মুখের অবয়ব পুরোটা ভেঙে ফেলা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হলের নিরাপত্তা প্রহরী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ জন শিক্ষার্থী রাত সাড়ে ৮টার দিকে হল গেটের সামনের গেইটের লাইট বন্ধ করে দেয় এবং হলের কর্তব্যরত গার্ডকে দূরে সরে যেতে বলেন। পরে তারা হল গেটে থাকা বঙ্গবন্ধু ম্যুরালটি ভাঙা শুরু করেন। বঙ্গবন্ধু ম্যুরালটির মুখের অবয়ব পুরোটা ভেঙে ফেলেন তারা। এছাড়া ম্যুরালের সামনের থাকা নিরাপত্তা বেষ্টনীর লোহার চেইন ভেঙে ফেলেন।‌‌

তবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কেউ এ ভাঙচুরের সঙ্গে জড়িত নেই বলে জানিয়েছেন সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। তিনি বলেন, কে বা কারা এটি করেছে, সেটি আমার জানা নেই। ম্যুরাল ভাঙচুরের সঙ্গে আমাদের কোনো শিক্ষার্থী জড়িত নেই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সাইখুল ইসলাম মামুন জিয়াদসহ প্রশাসনের ৩৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করায় কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

×