প্রশাসনিক জটিলতা
রাবিতে পুরোদমে ক্লাস শুরু নিয়ে শঙ্কা, রুয়েটে শুরু ২৪ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ১৮:২৩
শেখ হাসিনার পতনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুরোদমে ক্লাস শুরু নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর নির্দেশনা থাকলেও, তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের ৫৯ বিভাগের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে মাত্র তিনটি বিভাগে পাঠদান শুরু হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে সেশনজটে পড়ার আশঙ্কা শিক্ষার্থীদের।
সম্প্রতি রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৭৫ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এর পর থেকে প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়টিতে।
এদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ২৪ আগস্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সকল বর্ষের ক্লাসসমূহ শুরু হবে। এছাড়া আগামী মঙ্গলবার থেকে সকল আবাসিক হল খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১০ আগস্ট রুয়েটের সিন্ডিকেটের ১০৫ তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরি স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ক্লাস চালুর বিষয়ে শঙ্কা জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, ভিসিসহ প্রশাসনের বডির সবাই পদত্যাগ করেছেন। ক্লাস শুরুর বিষয়ে এখন যেহেতু প্রশাসনিক কোনো সিদ্ধান্ত পাইনি সেজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা ক্লাস শুরু করতে পারছি না। আমরা আরও দুই একদিন পরিস্থিতি দেখবো, এরপর ক্লাস শুরুর সিদ্ধান্ত জানাতে পারবো।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হক বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে বিষয়টি উল্লেখ রয়েছে সেখানে উপাচার্যকে মার্কিং করা হয়েছে। এখন যেহেতু উপাচার্য নেই, তাই সিন্ডিকেট সভা ডাকা সম্ভব নয়। যদি ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেওয়া হয়, তাহলে তিনি সিন্ডিকেট সভা ডাকতে পারেন। তখন ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।