ঢাবির কার্যক্রম এক সপ্তাহের মধ্যে পূর্ণমাত্রায় চালুর আশা উপাচার্যের

ঢাবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ২২:৫৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ২২:৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণমাত্রায় চালু করার আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘আমরা এই মুহূর্তে একশত ভাগ নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না। যতটুকু পারি শুরু করব।’ বুধবার দুপুরে উপাচার্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘আমার টিম এক সপ্তাহের মধ্যে পূর্ণমাত্রায় কাজ শুরু করতে পারবে বলে আশা করছি। দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ক্রমাগত অংশীজনের সঙ্গে কথা বলে যাচ্ছি। সবার সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে চালু করার চেষ্টা করছি। অর্থাৎ আবাসিক হল থেকে শুরু করে একাডেমিক কার্যক্রম চালু করা আমাদের প্রথম লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় অচলাবস্থা আছে। আমি সব মহলে কথা বলার চেষ্টা করছি। এটি সর্বজনীন বিশ্ববিদ্যালয়। এটি আমি খুব আন্তরিকভাবে মনে করি। আমার টিম এখনও পুরোপুরি কার্যভার নেয়নি। তাদের সহযোগিতার জন্য আমি অপেক্ষা করছি।’
নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন
বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার উপাচার্য এ নিয়োগ দিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে নিরাপত্তা দিতে না পারায় শিক্ষার্থীদের দাবির মুখে গত ৮ আগস্ট পদত্যাগ করেন প্রক্টর মাকসুদুর রহমান এবং ১৩ জন সহকারী প্রক্টর।
- বিষয় :
- ঢাবি
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবি উপাচার্য