ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শাবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

শাবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:২৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৩৬

দীর্ঘ অপেক্ষার অবসান কাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ হয়েছে। বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে উপসচিব রোখছানা বেগমের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

শাবির উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এছাড়াও উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন শাবির সমাজকর্ম অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

তিনটি প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা বর্তমান পদের বিধি অনুযায়ী বেতন ভাতা পাবেন এবং অন্যান্য সুবিধা পাবেন। 
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার পতনের পরে শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য থেকে শুরু করে সব পদের প্রশাসনিক প্রধানরা পদত্যাগ করেন। শাবির সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ২০২২ সালের জানুয়ারিতে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ উঠে এবং এর পরে শিক্ষার্থীরা তার পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিলেন।

আরও পড়ুন

×