হলগুলোতে ছাত্রদলের পোস্টার, মধ্যরাতে ঢাবিতে শিক্ষার্থীদের মিছিল

মধ্যরাতে ঢাবিতে মিছিল করেছেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ০২:২৫ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ | ০২:৫৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রদলের পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৬ নভেম্বর) রাতে বিজয় একাত্তর হল গেটে বিক্ষোভ করে প্রভোস্ট বরাবর স্মারকলিপি দেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারীদের ঘটনা তদন্ত করে শোকজের দাবি জানান তারা। পরে হল প্রশাসনের নির্দেশে পোস্টারগুলো তুলে ফেলা হয়।
এরপর বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় একাত্তর হলে আসেন। তারা ‘ক্যাম্পাস পলিটিক্স নো মোর, নো মোর’- স্লোগান দেন। পরে বিভিন্ন হল থেকে মিছিলে নিয়ে ভিসি চত্বরে উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বুধবার দুপুরে বিজয় একাত্তর হলের প্রবেশ গেটসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার লাগান ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা সমালোচনা করেন এবং রাতে হলগেটে জড়ো হয়ে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
- বিষয় :
- ঢাবি
- ঢাবি শিক্ষার্থী
- ছাত্রদল