চবিতে অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৯:৪৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। সোনালী ব্যাংকের বিল পেমেন্ট ওয়েবসাইট থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন চবির শিক্ষার্থীরা। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের কাছে এই সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার ৫৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এই অনলাইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় বিল পেমেন্ট পদ্ধতি শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা https://billpay.sonalibank.com.bd/ ওয়েবসাইটে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে ব্যাংক হিসাব, কার্ড ও মোবাইল ব্যাংকিং গেটওয়ে ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের ফি পরিশোধ করতে পারবেন। এর আগে গত ৬ নভেম্বর সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাসসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৮ বছর পর এবারই প্রথম অনলাইন ব্যাংকিং চালু হয়েছে চবিতে। তথ্য প্রযুক্তির এই যুগে এনালগ পদ্ধতিতে চলার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ভর্তি ও পরীক্ষার ফি-সহ বিভিন্ন ধরনের ফি জমা দিতে নিয়মিত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। অনলাইন কার্যক্রমের মাধ্যমে এই ভোগান্তি কমে আসবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।