ঢাবিতে জাতীয় ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

‘পেসিং টাওয়ার্ডস ইক্যুয়ালিটি’ প্রতিপাদ্যে এবারের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ২০:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব (আইইআরডিসি) ও বিকাশের আয়োজনে জাতীয় ব্রিটিশ পার্লামেন্টারি বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন হয়েছে। ‘পেসিং টাওয়ার্ডস ইক্যুয়ালিটি’ প্রতিপাদ্যে এবারের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৯ ও ৩০ নভেম্বর। এটি ছিল প্রতিযোগিতাটির চতুর্থ আসর। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল।
আয়োজকরা জানান, নারীদের যুক্তিবাদী সক্ষমতা ও লিঙ্গ সমতা নিয়ে সমাজে বিদ্যমান ভুল ধারণা ভাঙার উদ্দেশে এবং বিতর্ক চর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চতুর্থবারের মতো এ আয়োজন করা হয়েছে।
তারা জানান, ‘৫০-৫০’ নামে পরিচিত এই বিতর্ক প্রতিযোগিতার বিশেষত্ব হলো প্রতিটি পর্যায়ে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা। বিচারক প্যানেল, বিতর্ক দল, ট্যাব দল, ইক্যুইটি দল এবং মোশন কমিটি—সব ক্ষেত্রেই সমতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
সারা দেশ থেকে আবেদন করা পঞ্চাশের বেশি দলের মধ্য থেকে বাছাই করা সেরা ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। তিন রাউন্ড ডিবেটের পরে প্রি-ফাইনাল রাউন্ড শেষে সেরা চারটি দল ফাইনালে উত্তীর্ণ হয়। চূড়ান্ত পর্বে একটি দল বিজয়ী হওয়ার মাধ্যমে এবারের প্রতিযোগিতাটি সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাধারণ সম্পাদক আদনান মোস্তারি।
শুধু বিতর্ক নয়, সকল ক্ষেত্রেই নারী পুরুষের সমতা এবং ক্ষমতায়নকে প্রতিপাদ্য রেখে বিতর্ক প্রতিযোগিতাটি সফলভাবে সমাপ্ত করেছে আইইআর ডিবেটিং ক্লাব। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন ভবিষ্যতেও তরুণ প্রজন্মের মধ্যে নতুন চিন্তাভাবনা এবং নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করবে।