শাবি শিক্ষার্থীর ওপর ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

ছবি: সংগৃহীত
শাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১২:০৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ | ১২:১৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক শাহপরান হলের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। গত রোববার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল কর্মী বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ ফাকাব্বির।
এদিকে হামলার পরে অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে শিবিরের ওপর দায় চাপানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান গতকাল সোমবার তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছেন এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন।
জানা যায়, গত রোববার রাত আনুমানিক ১০টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে ছুরি দিয়ে হামলা করেন বলে জানান ওই কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা। ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী সমুদ্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আমিরুল ইসলাম, আতিকুজ্জামান ও আবু হুরায়রা রাতিন।
এরপর ফাকাব্বির নিজেই শিবিরের কর্মীরা তাকে কুপিয়ে জখম করেছে অভিযোগ এনে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন। পরবর্তীতে তিনি আবারও ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার পূর্বের স্ট্যাটাসের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এদিকে জানা যায়, ফাকাব্বির পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী নাইম সরকারের সঙ্গে ছাত্রদলের রাজনীতি করে।
নাইম সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, আমি ঢাকায় আছি এই বিষয়ে পুরোপুরি জানি না৷ তবে শুনেছি সে প্রথমে হামলার শিকার হলেও তাকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা স্বীকার করে নতুন স্ট্যাটাস দিতে বাধ্য করেছে।
এদিকে প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, আমরা তো তদন্ত কমিটি করতে পারি না। তাই বিধি অনুযায়ী ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কাছে তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছি। তদন্ত শেষে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। এছাড়া আমরা ওই শিক্ষার্থীর ছুরি ও মোবাইল ফোন আমাদের জিম্মায় নিয়েছি। পাশাপাশি সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের জিম্মায় অভিযুক্ত ছাত্রকে দেওয়া হয়েছে।