এআইইউবির শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ প্রোগ্রামে নির্বাচিত

.
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৫:৩৬ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১৫:৫৯
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইরাম আজমাইন মুগ্ধো যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা বিনিময় কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন।
তিনি যুক্তরাষ্ট্রের নেভাডা বিশ্ববিদ্যালয়ে এক মাসের প্রশিক্ষণে অংশ নেবেন। সেখানে প্রাকৃতিক সম্পদ বিষয়ে পাঠ নেবেন ও নানা সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
মুগ্ধো শুধু পড়াশোনাতেই নয়, সামাজিক নেতৃত্বেও সক্রিয়। তিনি রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত যুব কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের হ্যাবিট্যাট, ইউএনডিইএফ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সেরাক-বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত প্লাটফর্মেও তিনি যুক্ত আছেন। ২০২৪ সালে তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
২০২৩ সালে ইউনিসেফ আয়োজিত ‘ইমাজেন ভেঞ্চার ইয়ুথ চ্যালেঞ্জ’ এ মুগ্ধোর নেতৃত্বে তার দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তিনি ‘দ্য স্মাইলিং ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এই সংগঠন এতিম শিশুদের সেবা, অটিজম বিষয়ে সহায়তা, তরুণদের দক্ষতা উন্নয়ন ও জলবায়ু সচেতনতা নিয়ে কাজ করে।
কাজের স্বীকৃতিস্বরূপ মুগ্ধো ২০২৩ সালে ‘উইনিং মুভ ইভেন্টস’ কর্তৃক আন্তর্জাতিক নেতৃত্ব সম্মাননা লাভ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- এআইইউবি
- যুক্তরাষ্ট্র