ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘আমি সুযোগ পেলেই তাদের কাছে ছুটে যাই’

‘আমি সুযোগ পেলেই তাদের কাছে ছুটে যাই’

ইয়ামিন হক ববি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০০:৪৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ | ০০:৫৭

ইয়ামিন হক ববি। চিত্রনায়িকা। বেশ কিছুদিন বিরতির পর গত বৃহস্পতিবার থেকে সৈকত নাসির পরিচালিত 'আকবর :ওয়ান্স আপন টাইম ইন ঢাকা' চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। এই ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

'আকবর :ওয়ান্স আপন টাইম ইন ঢাকা' ছবির কাজের অভিজ্ঞতা ছিল কেমন?

মাত্র একদিন ছবিটির দৃশ্যধারণে অংশ নিয়েছি। প্রথমদিনের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। আমার চলচ্চিত্র অভিনয় জীবনে এবারই প্রথম সৈকত নাসির ও ইমনের সঙ্গে কাজ করছি। এই ছবিতে আমার অভিনীত চরিত্রটির নাম 'সুলতানা'। মেয়েটি দেশের একজন তারকা অভিনেত্রী। অন্যদিকে ইমন অভিনয় করেছেন আকবর নামের একজন গ্যাংস্টারের ভূমিকায়। কোনো এক বিশেষ ঘটনায় সুলতানার সঙ্গে আকবরের দেখা হয়। সুলতানার কারণেই আকবরের জীবনধারায় পরিবর্তন আসে। এরই মাঝে ঘটে আরও নানা ঘটনা; যা এখনই বলতে চাই না।

এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন কী ভেবে?

ছবির চিত্রনাট্যকার বাবু ভাইয়ের [আবদুল্লাহ জহির বাবু] আগ্রহে এই ছবিতে অভিনয়ে রাজি হয়েছি। তিনি বলেছেন, এই চরিত্রে আমি নাকি মানানসই। নির্মাতার কথাও একই ছিল। আর যখন ছবির চিত্রনাট্য পড়ছিলাম, তখন মনে হয়েছিল, সুলতানা চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারব। পাশাপাশি এমন অ্যাকশন-রোমান্টিক গল্পের চলচ্চিত্রে দর্শকদের বেশ আগ্রহ থাকে। আর আমি ব্যক্তিগতভাবে কাজপাগল একজন। এ ধরনের চরিত্রে অভিনয় করতে বেশ উপভোগ করি।

ছবির গল্প কী নিয়ে?

১৯৭৪ থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প। পরিচালকের কাছ থেকে জেনেছি, এই ছবিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অনেক সত্যিকারের গল্প ও চরিত্রকে তিনি কাল্পনিকভাবে উপস্থাপন করবেন।

হাতে এখন কয়টি চলচ্চিত্র আছে?

'আকবর' ছাড়া রয়েছে আরও একটি ছবির কাজ। নাম 'মুক্তি'। এ ছাড়া বেশ কিছুদিন আগে শেষ করেছি 'বৃদ্ধাশ্রম' ও 'আমার মা'। 'মুক্তি' ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। কারণ এই ছবিটি নারী জাগরণের কথা বলবে। নারীমুক্তির কথা বলবে।

কলকাতায় আপনার অভিনীত 'রক্তমুখী নীলা' মুক্তি পেয়েছে। কেমন সাড়া পেয়েছেন?

এক মাসেরও বেশি সময় হয়েছে কলকাতায় ছবিটি মুক্তি পেয়েছে। যদিও আমার ছবিটি দেখার সুযোগ হয়নি। তবে নির্মাতা প্রযোজক জানিয়েছেন, কলকাতার দর্শক ছবিটিকে বেশ গ্রহণ করেছেন। এটি বাংলাদেশেরও বিনিময় ছবি হিসেবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপনার প্রযোজনা প্রতিষ্ঠান 'বব স্টার ফিল্মস'-এর কী খবর?

গেল বছর বাবা মারা যাওয়ার পর অনেকদিন কাজ করিনি। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন কিছু করিনি। আশা করছি, শিগগিরই নতুন ছবির ঘোষণা দেব। তবে তার আগে পারিবারিক কাজে কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া যাব। কারণ ওখানে মা আর বোনেরাও আছেন।

আগামীর পরিকল্পনা কী?

ক্যারিয়ারে এ পর্যন্ত ২২টি ছবিতে অভিনয় করেছি। প্রত্যেকটি ছবিতে বুঝেশুনে অভিনয় করেছি। আরও ভালো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।

একটু ব্যক্তিগত প্রসঙ্গে দিয়ে আলাপ শেষ করা যাক। ব্যস্ত ববি অবসরে কী করেন?

অনাথ শিশুদের সঙ্গে সময় কাটতে ভালো লাগে। আমার বাবারও এতিম শিশুদের ভালোবাসতেন। আমি সুযোগ পেলে ছুটে যাই তাদের কাছে।

আরও পড়ুন

×