ভূতে ভয় পান শ্রাবন্তী, অভিনয় করলেন 'ভূতে ভয় পেও না'য়

কলকাতা সংবাদদাতা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ০২:৪১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ০২:৪৫
বাস্তবে ভূতে ভয় রয়েছে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর। তারপরও ভূতের ছবি দেখতে তার নাকি দারুণ লাগে। তাই এবার ভূতের একটি ছবিতে অভিনয় করলেন তিনি। নাম 'ভয় পেও না'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির পোস্টার।
ছবির পরিচালক অয়ন দে। ভয় পেও না’ছবির চিত্রনাট্য বউমা ও শাশুড়ির সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে। তবে গল্পে রয়েছে দারুণ টুইস্ট। যা নাকি চমকে দেবে । সেই টুইস্ট ভয়ের নাকি ভূতের? মূখ খুলতে নারাজ ভয় পেও না ছবির টিম।
ছবিটি নিয়ে শ্রাবন্তীর ভাষ্য, ভূতের ছবির গা ছমছমে ব্যাপারটাই দারুণ লাগে। এই ছবিতে তেমন কিছু থাকতেই পারে।
এদিকে শ্রাবন্তী মানেই সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ট্রোল ও নেটিজেনদের নানা রসিকতা। তবে শ্রাবন্তী এসবে একেবারেই পাত্তা দেন না। বরং শ্রাবন্তীর কাছে ক্যারিয়ারটাই গুরুত্বপূর্ণ। বাকি সব ফিকে।
- বিষয় :
- শ্রাবন্তী
- ভূতে ভয় পেও না