ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

চার বছর পর বিয়ের স্বীকারোক্তি

চার বছর পর বিয়ের স্বীকারোক্তি

নাবিলা ইসলাম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:০৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১০

নাবিলা ইসলাম। এই সময়ের নাটকের ব্যস্ত অভিনেত্রী তিনি। টিভি নাটকে তার উপস্থিতি চোখে পড়ার মতো। ধীরে ধীরে হয়ে উঠছেন জনপ্রিয়ও। এই অভিনেত্রীই চার বছর আগে বিয়ে করেছেন বলে সম্প্রতি জানালেন গণমাধ্যমের কাছে। অথচ তার বিয়ের বিষয়টি এই চার বছর গোপনই রেখেছেন বলা যায়। 

সম্প্রতি এ অভিনেত্রী ভালোবাসা দিবসের একটি নাটকে শুটিং। সেখানেই জানালেন চার বছর আগের বিয়ে করার কথা।  নাবিলা বলেন, আমি অনেক দিন থেকেই এনগেজড। আমি চার বছর আগে বিয়ে করেছি, কিন্ত সেভাবে সবাইকে বলা হয়নি। বিষয়টা আমি কখনো গোপনও রাখতে চাইনি।’

চার বছর আগে বিয়ে করলেও মাঝে সমকালের পক্ষ থেকে বেশ কয়েকবার জানতে চাওয়া হয়েছে বিয়ের কথা। বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। সম্পর্কের বিষয়ে কোন কথাই বলতে চাননি।

এই এড়িয়ে যাওয়ার কারণ জানতে চাইলে নাবিলা বলেন, ‘আমি আসলে আগে এ ধরনের প্রশ্নের উত্তর দিইনি, অ্যাভয়েড করেছি। তবে বিষয়টি আমাদের মিডিয়ার অনেকেই জানেন। তাই তেমন আয়োজন করে আর বলা হয়নি।’

তবে স্বামী কি করছেন নাম কি এসব বিষয়ে আপাতত কিছু বলতে নারাজ তিনি। সময় হলে সবই জানানো হবে বলে মন্তব্য তার। 

আরও পড়ুন

×