পুরোনো ৭ গান নতুন করে গাইলেন ডলি সায়ন্তনী

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০১:৪৬
নতুন সংগীতায়োজনে নিজের গাওয়া পুরোনো সাতটি গান নতুন করে গাইলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সম্প্রতি 'আমার কোনো চাওয়া নাই', 'হায়রে আমার এমনই কপাল', 'অন্তরে অসুখ', 'যে ভুলের কারণে', 'আজ জীবনের প্রান্তে দাঁড়িয়ে', 'বাংলাদেশি মেয়ে আমি' ও 'নিতাইগঞ্জ'। জানা যায়, মূল সুর ঠিক রেখেই গানগুলোর নতুন সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও রকি। ডলি সায়ন্তনী বলেন, 'প্রায়ই ফেসবুকে অনেকে আমার পুরোনো গান নতুন করে গাওয়ার অনুরোধ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীরা, যা আমাকে বেশ ভাবায়।
সেই ১৯৮৯ সালে পেশাদার সংগীত জীবন শুরু করেছি। এত বছর পরও আমার গাওয়া আগের গানগুলোর প্রতি শ্রোতার আগ্রহ দেখে ভাবলাম, নতুন সংগীতায়োজনে গানগুলো প্রকাশ করলে মন্দ হয় না। পুরোনো গানগুলো নতুন করে কণ্ঠ দিয়ে ভিডিও করে ছাড়লে এ প্রজন্মের শ্রোতারাও শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। তাঁদের সঙ্গে আমারও যোগাযোগ তৈরি হবে। তাই মূল সুর ঠিক রেখে নতুন করে গানগুলো করেছি। প্রতিটি গানের কথার সঙ্গে মিল রেখে নির্মাণ হচ্ছে মিউজিক ভিডিও। সেই ধারাবাহিকতায় আজ শনিবার আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে পিয়ানোর মাধ্যমে গাওয়া 'হায়রে আমার এমনই কপাল'। পর্যায়ক্রমে বাকিগুলো প্রকাশ হবে।
- বিষয় :
- ডলি সায়ন্তনী